আরও ৩০১ মার্কিন নাগরিক ঢাকা ছেড়েছেন রাতে
করোনাভাইরাস আতঙ্কে চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ১৯ হাজার।
মঙ্গলবার মধ্যরাতে ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।
উল্লেখ্য, এর আগে তিনটি ফ্লাইটে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।
অপরদিকে বাংলাদেশে অবস্থানরত ২৬৯ জন ব্রিটিশ নাগরিক গতকাল ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজের আরো তিনটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে লন্ডন যাবে। এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।

অনলাইন ডেস্ক