প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ১৬:১০

দেশের ২৫ ল্যাবে করোনা পরীক্ষা চালু

অনলাইন ডেস্ক
দেশের ২৫ ল্যাবে করোনা পরীক্ষা চালু

দেশে বর্তমানে ২৫টি ল্যাবে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। 

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)  নতুন স্থাপিত ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সিভাসু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডা. নাসিমা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। শুরুতে বিদেশফেরত এবং তাদের সংস্পর্শে না এলে পরীক্ষা করা হয়নি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। ৩০ মার্চ থেকে পরীক্ষা কেন্দ্রের আওতা বাড়ানো শুরু হয়।

উপরে