জ্বর থাকলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার অনুরোধ
জ্বর থাকলে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান তিনি।
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের মিছিলে যেন থামছে না। আজকের বুলেটিনে ডা. নাসিমা, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। মোট আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছেন ৩১৩ জন, মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।
একদিনে মারা গেছেন ৮ জন, সবাই পুরুষ। বয়সের দিক থেকে ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের ১ জন। এখন পর্যন্ত মোট মৃত ২১৪ জন।
সমাপ্ত ঘটনা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ, মৃতের হার ৮ দশমিক ২। শনাক্ত ঘটনার বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৫ শতাংশ, সুস্থতা ১৭ দশমিক ৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন ডেস্ক