করোনায় একদিনে সুস্থ ২১৪ জন, মোট ৩৩৬১
করোনাভাইরাসে একদিনে সুস্থ হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন।
আজ বুধবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন। একই সময় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১১৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।’

অনলাইন ডেস্ক