সুপার সাইক্লোনে রূপ নিয়েছে আম্পান
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও শক্তিশালী হচ্ছে। এটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। গতিবৃদ্ধি করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড় কেন্দ্রে ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানতে পারে। খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আগামী মঙ্গলবার শেষরাত থেকে বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলীয় অঞ্চলেগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন প্রশাসন ও সংশ্লিষ্টরা। এরইমধ্যে উপকূল থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে প্রস্ততি করা হয়েছে সাইক্লোন শেল্টার। সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক