দেশে ফিরলেন ফিলিপাইনে আটকে পড়া ২৩ বাংলাদেশি
ফিলিপাইনে আটকে পড়া ২৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ফিলিপাইন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।
ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, করোনা মহামারির ফলে এসব বাংলাদেশি ফিলিপাইনে আটকা পড়েন। এ ২৩ বাংলাদেশির মধ্যে ১৭ জন শিক্ষার্থী ও ৫ জন পর্যটক।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার ফিলিপাইন দূতাবাস ও ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো হলো।

অনলাইন ডেস্ক