নারীর ক্ষমতায়ন: নেপথ্যে প্রধানমন্ত্রী
নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে প্রশংসার ঝড় বিশ্বজুড়ে। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম প্রকাশিত বৈশ্বিক লিঙ্গবিভাজন সূচক (গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স), ২০১৮ অনুযায়ী বিশ্বে লিঙ্গবৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশের অবস্থান। এ সূচকে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। এ ঝড়ের আলোর দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে নারী আজ এক অনন্য উচ্চতায়। স্যালুট প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও প্রতিভা দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে আসীন করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা ‘দ্য স্ট্যাটিস্টিক্স’ তাদের প্রতিবেদনে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মনোনীত করে। নারী শিক্ষা ও নারী উদ্যোক্তাদের অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ‘গ্লেবাল সামিট অব উইমেন’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। জাতিসংঘে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় নারীর ক্ষমতায়নের জন্য ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি তাঁর ব্যক্তিত্ব আর প্রায়োগিক সামর্থ্যকে আরও ত্বরান্বিত করেন। বিশেষ করে শিশুমৃত্যুর হার রোধকরণ এবং নারীর ক্ষমতায়নে অসামান্য সাফল্য দেখিয়েছেন তিনি। এরই মধ্যে বিশ্ব গণমাধ্যমে প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের সাফল্য বিশেষ গুরুত্বসহকারে প্রচার করছে। গ্রামীণ নারী, নারী উদ্যোক্তা, মেয়েদের শিক্ষাব্যবস্থা, চাকরিতে নারীর অধিকার, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করেই আজ তিনি বিশ্বনেতার তালিকায় নিজের অবস্থানকে দৃঢ় করেছেন। দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট, জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখায় জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, দেশ ও সমাজে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব ল’, শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ক্যাথলিক ইউনিভার্সিটি, ব্রাসেলস থেকে ডক্টরেট ডিগ্রি, মানবাধিকার রক্ষায় বিজপোর্ট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি, শান্তি স্থাপনে ইউনেস্কো কর্তৃক হাটপাইয়েট-বোজনি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকার প্রতিষ্ঠায় রানডলপ ম্যাকন উইমেনস কলেজ থেকে পিরাল এস বুক-৯৯, ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনে বিশেষ অবদান রাখায় বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে সেরেস, ধর্মীয় সম্প্রীতি ও গণতন্ত্র প্রসারে গান্ধী ফাউন্ডেশন, নরওয়ে থেকে গান্ধী পদক লাভ করেন প্রধানমন্ত্রী। একজন রাষ্ট্রনায়কের অসামান্য অবদান ও প্রাপ্তিতে জাতি গর্বিত।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। এ কারণে নারীর ক্ষমতায়নকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন। কেননা, দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তাঁর সরকার নারীদের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা করেন। যার ফলশ্রুতিতে সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সে পরিকল্পনা মোতাবেক এমডিজি ও সিডও সনদ বাস্তবায়নে সরকার সফলতা পায়। মেয়েদের বৃত্তিপ্রদান, মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান ইত্যাদি। বিশ্ব লৈঙ্গিক বৈসাদৃশ্য রিপোর্ট ২০১২ অনুযায়ী, বিশ্বে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্রমে বাংলাদেশের অবস্থান ৮ম স্থানে।
শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন। ভিজিএফ, ভিজিডি, দুস্থ নারী ভাতা, মাতৃত্বকালীন এবং দুগ্ধবতী মায়েদের জন্য ভাতা, অক্ষম মায়েদেরর ভাতা, তালাকপ্রাপ্তা ভাতা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূিচ, ৪০ দিনের কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প ইত্যাদি। এছাড়া গ্রামের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সরকারের মাধ্যমে মাত্র ৫% সেবামূল্যের বিনিময়ে ক্ষুদ্রঋণ দেয়া হয়। নারী উদ্যোক্তারা ক্ষুদ্র উদ্যোগ তহবিলের ১০% এবং বাণিজ্যিক খাতের ১০% পেয়ে থাকেন। বর্তমানে ৩০ লাখের বেশি নারী কেবল তৈরি পোশাক কারখানায় তথা গার্মেন্টসে কাজ করেন।
অর্থ সংকটের কারণে যাতে উৎপাদনমুখী কর্মকাণ্ড থেকে নারী উদ্যোক্তারা বঞ্চিত না হন, সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার তাদের বিশেষ সুবিধা দিয়েছে। নারী উদ্যোক্তারা এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে বিশেষ সুবিধাযুক্ত ১০% সুদে ঋণ পাচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়নে তহবিলের ১৫% বরাদ্দ রয়েছে। নারীরা ২৫ লাখ পর্যন্ত এসএমই ঋণ সুবিধা পাচ্ছেন জামানতদার ছাড়াই, কেবল ব্যক্তিগত পরিচয়ে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো নারীদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ সার্ভিস চালু করেছে।
শিশুর সুস্থ সুন্দর মানসিক বিকাশ এবং মায়েদের শারীরিক সুরক্ষার জন্য মাতৃত্বকালীন ছুটিকে চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। শিশুমৃত্যুর হার ব্যাপক হারে কমিয়ে আনা সম্ভব হয়েছে। গ্রামের দুস্থ, প্রান্তিক, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে গ্রামভিত্তিক কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষা গ্রহণের বিষয়কে প্রাধান্য দিয়েছেন। কেননা, শিক্ষা ছাড়া ক্ষমতায়ন সম্ভব নয়। বিনামূল্যে ৬ থেকে ১০ বছরের সকল শিশুকে প্রাথমিক শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়ে থাকে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় মাধ্যমিক পর্যন্ত, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। স্কুলে মেয়েদের উৎসাহিত করতে এবং ঝরেপড়া কমাতে বৃত্তি দেয়া হয় মেয়েদের। নারীর সম্পত্তিতে সমান অধিকার ও ব্যবসায়ে সমান সুযোগ সৃষ্টির জন্য বর্তমান সরকার ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি পাস করে। যেখানে নারীদের সম্পদের সমান অধিকার এবং ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করে। পারিবারিক সহিংসতা (দমন এবং নিরাপত্তা) আইন ২০১০ পাস করা হয়, এই আইন নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের নিয়মপত্র (CEDAW) এবং সংবিধানের ২৮তম অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়বদ্ধতা স্পষ্ট করে, যা নারী ও শিশুর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে নিশ্চয়তা দেয়। পাশাপাশি সরকার মানব পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১ প্রণয়ন করেছে। দুস্থদের জন্য ৭টি বিভাগে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারগুলো মেডিকেল চিকিৎসা, আইনি সহায়তা, পলিসি সহায়তা এবং আক্রান্তদের পুনর্বাসন সেবা দিয়ে যাচ্ছে। জাতীয় হাসপাতালে ডিএনএ প্রোফাইলিং ল্যাব এবং ডিএনএ স্ক্রিনিং ল্যাব স্থাপন করা হয়েছে।
নারীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়েছে। সরাসরি নির্বাচনেও অন্যান্য দেশের সংসদের চেয়ে এ সংসদে নারীর অংশগ্রহণ বেশি। আজ নারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সচিব, অতিরিক্ত সচিবসহ প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রথম নারী স্পিকারসহ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তিনটি পদ সংসদ নেতা, উপনেতা, বিরোধীদলীয় নেতা হিসেবে নারী দায়িত্ব পালন করছেন। তাই নিঃসন্দেহে বলা যায়, প্রায় সব ক্ষেত্রেই নারীদের বড় ধরনের ক্ষমতায়ন হয়েছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও জঁ দ্রজ তাঁদের ‘ভারত : উন্নয়ন ও বঞ্চনা’ (২০১৫ সালে প্রকাশিত) বইয়ে লিখেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে নারীর অগ্রগতি অনেক বেশি। বাংলাদেশে ৫৭ শতাংশ নারী কর্মজীবী। ভারতে এ হার মাত্র ২৯ শতাংশ। নারীর সাক্ষরতা এবং শিক্ষায়ও বাংলাদেশ এগিয়ে। নারীর ক্ষমতায়নের জন্য গত বছর মার্চে আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনাকে ‘লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন।
আন্তর্জাতিক নারীবিরোধী সহিংসতা বর্জন দিবসে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। এ সময় তিনি বলেন, নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ পুরস্কার’ পাওয়ায় আমি আনন্দিত। ভালো কাজের স্বীকৃতি সবারই পাওয়া উচিত। এই স্বীকৃতি শুধু নারী নেতৃত্ব নয়, পুরুষ নেতৃত্বও পাবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করে দিয়েছিলেন। আর সে পথেই চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আজ বাংলার নারীরা পুরুষের পাশাপাশি নিজের অবস্থানকে করেছে সুদৃঢ়। প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও সাহসী পদক্ষেপে অনুপ্রাণিত। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় নারী প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরই অনুপ্রেরণায় মুক্তচিন্তার অধিকারী নারী। এগিয়ে যাচ্ছে দেশ ও জাতি।
শ্যামা সরকার
ম্যানেজার (কমিউনিকেশন, পাবলিকেশন অ্যান্ড রিসার্চ)
প্রধান কার্যালয়, উদ্দীপন।

শ্যামা সরকার