সরকারের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে চান উদ্যোক্তারা : দেশীয় ফ্যাশন খাত
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য সেক্টরের মতো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশীয় ফ্যাশন শিল্পও। যেহেতু দুই ঈদ এবং বাংলা বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে এ ব্যবসার সিংহভাগ বিনিয়োগ হয়ে থাকে। করোনার কারণে এসব উৎসব ম্লান হয়ে যাওয়ায় বিশাল ক্ষতির মধ্যে পড়েছেন উদ্যোক্তারা; ক্রমাগত ধ্বংসের দিকে যাচ্ছে দেশীয় ফ্যাশন শিল্প।
ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি ও দেশীয় ফ্যাশন হাউস অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, পহেলা বৈশাখ ও ইদুল ফিতর- এ দুটি বড় উৎসবেই আমাদের ব্যবসা ছিল বন্ধপ্রায়। আর কদিন পরই কোরবানির ঈদ। এ ঈদেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। কাজেই এ ঈদও আমরা সেভাবে পাচ্ছি না। যদিও এখন মার্কেট খোলা হয়েছে। অনলাইনে কিছু বিক্রি হচ্ছে। আমরা এফইএবি থেকে একটা ভার্চুয়াল দেশীয় পোশাক মেলারও আয়োজন করেছি। দেশের নামি সব ব্র্যান্ড এ মেলায় অংশ নিয়েছে। এ ছাড়া উদ্যোক্তারা নিজস্ব চেষ্টায় ফেসবুক পেজে বা অনলাইন সার্ভিসের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে চেষ্টা করছেন। কিন্তু সেটা দিয়ে তো আর সারা বছরের ব্যবসা চলতে পারে না। আর মানুষ পোশাক কিনেইবা কী করবে? যদি তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারে তা হলে পোশাকের চাহিদাইবা কতটুকু! তার চেয়েও বড় কথাÑ এই যে পাঁচ মাসের ক্ষতি, এর তো একটা দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে এ সেক্টরে। আমাদের আয় নেই, ব্যয় কিন্তু মোটামুটি ঠিকই আছে। তবে এটাও ঠিক, খারাপ সময় তো চিরদিন থাকে না। আমাদেরও যুদ্ধ করেই বাঁচতে হবে। এ শিল্পকে বাঁচাতে আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। দ্বিগুণ শ্রম দিয়ে সময়ের ক্ষতিটা পুষিয়ে নিতে হবে।
শাহীন আহম্মেদ জানান, উদ্যোক্তা, ডিজাইনারস, তাঁতি, কাঁচামাল সরবরাহকারী, শ্রমিক ইত্যাদি ক্ষেত্র মিলিয়ে এই শিল্পের সঙ্গে প্রায় ৫ লাখ মানুষ জড়িত। তিনি যোগ করেন, তাদের সুনির্দিষ্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা এফইএবির পক্ষ থেকে যারা হাতের কাজ করে তাদের একটা লিস্ট এসএমইকে দিয়েছি। তাদের যদি প্রনোদনা দিয়ে অন্তত টিকিয়ে রাখা যায় তা হলে স্বাভাবিক সময় এলে আবার তারা নতুন উদ্যমে কাজে নেমে পড়তে পারবেন। সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে, সেটাও তো অনেক দিন হয়ে গেছে। সেই ঋণটা যদি আমরা পাই, তবে আমরা নতুন করে আবার শুরু করতে পারব।
এফইএবির সাবেক সভাপতি ও ফ্যাশন হাউস সাদাকালোর স্বত্বাধিকারী আজহারুল হক আজাদ বলেন, করোনাকালীন পাঁচ মাসে আমাদের ইন্ডাস্ট্রিতে ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি তো আর রাতারাতি পুষিয়ে নেওয়া সম্ভব না। তবে চেষ্টা করতে হবে। আসলে এখন টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। বিজনেস পলিসিতেই পরিবর্তন আনতে হচ্ছে। অনলাইন সার্ভিসের পাশাপাশি শোরুমগুলোও এখন খুলেছে। সেখানেও ক্রেতাদের আস্থার জায়গাটিতেই আমরা বেশি জোর দিচ্ছি। সবগুলো শোরুমে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে। আর ক্রেতাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে, তারা সব নতুন প্রোডাক্ট পাচ্ছেন। যেহেতু আগের দুটি বড় উৎসবে আমাদের বেচাকেনা হয়নি, নতুন প্রোডাক্টগুলো কিন্তু রয়েই গেছে। আর টিকে থাকার জন্য আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সাশ্রয়ী হওয়া। আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হবে। সরকারের প্রণোদনায় আমাদের জন্য যে বরাদ্দ ছিল সেটা আমাদের শিল্প রক্ষায় এখন পর্যন্ত তেমন প্রভাব ফেলেছে বলে মনে হয় না। প্রথমত ঋণ এখনো তেমন কেউ পায়নি। ব্যাংক কেন দেবে? আর ব্যাংক যদিও দেয়, ব্যবসা না হলে আমরা কীভাবে তা ফেরত দেব? সরকারের কাছে আমাদের দাবি ছিল আমাদের বাড়িভাড়া, ইউটিলিটি বিল কমানোর, সহজ শর্তে ব্যাক ঋণ প্রাপ্তির। বলাবাহুল্য, সে সবের কিছুই এখনো হয়নি। বাড়িভাড়া প্রসঙ্গে বাড়ির মালিকরা বলেন, ছাড় দিলে আমরা কীভাবে চলব? তাই সেখানেও একটা সমন্বয়ের প্রয়োজন আছে। এমনিতেও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের কমার্শিয়াল স্পেসের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি। সে ক্ষেত্রে যদি সরকার বাড়িভাড়াটা কমিয়ে দিয়ে বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেয়, তা হলে এ সমস্যার অনেকটা সুরাহা হবে। এ করোনাকালে ইউটিলিটি বিলেও আমরা ছাড় চাই। আসলে সরকারের সহযোগিতা ছাড়া টিকে থাকা সত্যিই কঠিন।
ফ্যাশন হাউস কে-ক্রাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান বলেন, করোনার প্রভাবে মানুষ শারীরিক ও মানসিকভাবে ভালো নেই। আর আমাদের টার্গেট ক্রেতাই হচ্ছে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত। তারা ভীষণভাবে সংকটে আছে। আর সেই সংকটটা মূলত আমাদেরই সংকট। আপনারা জানেন, ফ্যাশন হাউসের পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে হাতে তৈরি কাঁচামাল ব্যবহার করা এবং হাতের কারুকাজ করা। তো এই কাজগুলো যেহেতু সময়সাপেক্ষ ব্যাপার তাই বেশ সময় নিয়েই পণ্যগুলো তৈরি হয়। পহেলা বৈশাখ এবং ঈদই থাকে আমাদের মূল টার্গেট। আর এবারের বর্ষবরণ ও ঈদÑ দুটো উৎসব কাছাকাছি সময়ে হওয়ায় সেই সময় অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছিল। অর্ধেক পণ্য শোরুমে পৌঁছেও গিয়েছিল। তখনই শুরু হলো করোনা। ফলে আমাদের সবার মূলধন আটকে গেল। সেভাবেই কেটে যাচ্ছে প্রায় পাঁচ মাস। কাজেই এখন যে আমাদের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে এটা বুঝতে তেমন একটা বেগ পেতে হয় না। তার পরও আমরা প্রাণপণ টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শোরুমগুলো খোলা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যবসাও এখন অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রযুক্তি ব্যবহার করে আমরা অনলাইন কেনাকাটাটা যতটা সম্ভব সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে চেষ্টা করছি। এই উদ্যোগে ‘কায়া’ নামে একটা অ্যাপস ব্যবহার করছি আমরা, যার মাধ্যমে ক্রেতা পণ্য পছন্দ করে, পেমেন্ট করে দিতে পারবে। তার পর সেটা হোম ডেলিভারি পেয়ে যাবে। প্রতিনিয়ত আমাদের সাইটে পণ্যের ছবি ও ভিডিও আপলোড করা হচ্ছে। এ ছাড়াও নানা রকম ছাড়ের অফার থাকছে। ফেসবুক সাইট থেকে পণ্য কিনলে ফ্রি হোম ডেলিভারি পাবে। আরও কীভাবে ক্রেতাকে সহযোগিতা করা যায়, আমরা সেসব পরিকল্পনা করছি। আসলে টিকে থাকার সংগ্রামটা আমাদের চালিয়ে যেতে হবে সম্মিলিতভাবে। এ বছরটা আমাদের হয়তো সংগ্রাম করেই টিকে থাকতে হবে। তা হলে আগামী বছরে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।
প্রসঙ্গত, এফইএবির ভার্চুয়াল পোশাক মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত। দেশের নামি সব ব্র্যান্ডের অংশগ্রহণে এ মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব অফার থাকছে।

অনলাইন ডেস্ক