আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে বিশেষ বিসিএসের মাধ্যমে
আরও নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে বিশেষ বিসিএসের মাধ্যমেই। এ লক্ষে ৪২তম বিসিএস পরীক্ষাই হবে ‘বিশেষ বিসিএস’। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র আসার প্রেক্ষিতে সোমবার বিশেষ বিসিএসের জন্য নিয়োগবিধি ঠিক করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির একাধিক কর্মকর্তা সোমবারের বৈঠকের পর জনকণ্ঠকে বলেন, নতুন বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়ার চাহিদাপত্র এসেছে আমাদের কাছে। নিয়োগবিধি ঠিক করা হয়েছে। এটি এখন জনপ্রশাসনে পাঠিয়ে দেয়া হবে। তবে ৩৮ ও ৩৯তম বিসিএসের প্রার্থীরা বলছেন, তাদের মধ্য থেকেই নিয়োগ দেয়া হোক নতুন চিকিৎসকদের। ৩৯তম বিসিএসে উত্তীর্ণদের ভেতর থেকে আগেই চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
একই বিসিএসে উত্তীর্ণ আট হাজার ৩৬০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য রাখা হয়। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে সেই আট হাজার ৩৬০ জনের মধ্য থেকেই গত মে মাসে দুই হাজার জনকে নিয়োগ দেয়া হয়। এই নন-ক্যাডারের তালিকায় আরও ছয় হাজার ৩৬০ জন চিকিৎসক আছেন অপেক্ষায়।

অনলাইন ডেস্ক