কুমিল্লায় সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর আর নেই
কুমিল্লা-৯ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (লাকসাম-মনোহরগঞ্জ), শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর আর নেই।
সাবেক এই সাংসদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল সোমবার রাত সাড়ে আটটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনলাইন ডেস্ক