বঙ্গবন্ধুর আদর্শই হোক উন্নত বাংলাদেশ গড়ার হাতিয়ার
স্বদেশ প্রেমের ভক্ত আমি স্বদেশ আমার প্রাণ স্বদেশ প্রেমই হচ্ছে যেন ইজ্জত সম্মান। স্বদেশ অর্থাৎ নিজের দেশ, মা, জননী। মা যেমন আমাদের ভালোবাসেন, আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলেন তেমনী দেশ আমাদেরকে আলো ছায়া দিয়ে গড়ে তুলেন। সন্তান যেমন মায়ের কোলে পরম শান্তিতে ঘুমাতে পারেন তেমনী দেশের মাটিতে আমরা পরম শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু আমরা যদি আমাদের মায়ের ভালোবাসাকে শ্রুদ্ধা, সম্মান না করি তাহলে মায়ের কোলে পরম শান্তিতে ঘুমাতে আমরা পারবো না। মায়ের ভালোবাসাকে কেউ অস্বীকার করলে সকলেই তাকে ঘৃনা করবেন, ত্যাগ করবেন। দেশ যেহেতু জননী বা মায়ের মতোন তাই দেশকে কেউ ভালো না বাসতে পারলে, দেশের কল্যানে কাজে না আসলে তাকে কেউ ভালোবাসবেন না বা পছন্দ করবেন না।
দেশকে ভালোবাসতে হলে ভয় পেয়ে পিছু ফিরলে চলবে না। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসি তারা কতটা পারি সামনে থেকে নেতৃত্ব দিতে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কয়জন পারবেন দেশের কথা বলতে? আমরা বিশ্বের অনেক নেতার কথা শুনেছি, দেখেছি কিন্তু কয়জন নেতা পেরেছেন এমন সাহস দেখাতে?কয়জন নেতা আছেন যার একটি কথায় জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে দেশকে বাঁচানোর জন্য মৃত্যুকে মেনে নিয়েছেন?
আমি শুধু একজনের কথায় জানি, যিনি দেশের জন্য মৃত্যুকে সাথে নিয়ে দেশ মাতৃকাকে মুক্ত করার লড়ায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি একজন এমন এক নেতার কথা জানি, যার এক কথায় প্রতিটি মানুষ মৃত্যুকে ভয় না করে অস্ত্র ছাড়ায় যুদ্ধে নেমেছিলেন। আর সেই নেতা হলেন বিশ্ব নেতা, শান্তির দূত, মানবতার প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এমন একজন নেতা ছিলেন যার ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষন " এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম " এই একটি স্লোগানে উজ্জেবিত হয়ে বাঙ্গালী জাতি নিজের তাজা রক্ত দিয়ে দেশ মাতৃকাকে মুক্ত করতে, নতুন করে বাঁচার স্বপ্ন বুনতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। একমাত্র বঙ্গবন্ধুই ভেবেছিলেন আমাদের দেশকে মুক্ত করতে আমরা পারবো। স্বাধীনভাবে বেঁচে থাকবে প্রতিটি মানুষ। ভালোবাসার রং ছড়িয়ে পড়বে সারা বাংলায়।
আমাদের এই উপমহাদেশে অনেক নেতার আবির্ভাব ঘটেছে।ব্রিটিশ পাকিস্তান আমল থেকে যে কয়েকজন মহান নেতা এই অঞ্চলে খুবই প্রভাবশালী ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বে অনেক নেতার ইতিহাস আমরা জানি বা শুনেছি। নেতাজি সুভাস চন্দ্র বসু, মহাত্তাগান্ধি, থ্যাচার, রুজভেল্ট, রোনাল্ড রেগান, নিকোলাস মাদুরো, ফিদেল কাস্ত্রো, মাও সে তুং, জর্জ বুশ এবং ওবামার মত সত্যিই পৃথিবী বিখ্যাত নেতার আবির্ভাব ঘটেছে কিন্তু বঙ্গবন্ধুর মতোন সাহসী যোদ্ধা, বীর সৈনিক কখনো পৃথিবীর ইতিহাসে আর আসেনি। তিনিই হলেন একমাত্র বীর সৈনিক যার একটা স্লোগান সারা বিশ্বে ঝড় তুলেছিল কম্পন তৈরি হয়েছিল শত্রু পক্ষের ভিতরে। তিনি কখনো ন্যায়ের অধিকারকে কলঙ্কিত করতে দেননি। জীবন মৃত্যুর সন্নিকটে তিনি ছিলেন আপোষহীন। তাই তো বিশ্বের নাম করা নেতারা বঙ্গবন্ধুকে বিভিন্ন উপাধী দিয়েছেন, বিভিন্নভাবে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব দরবারে।
কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন “ আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়। ” ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাত বলেছেন “ আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের প্রধান বৈশিষ্ঠ্য ” জার্মান-বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ, রাজনৈতিক বিজ্ঞানী, কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার বলেছেন "আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না ” ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণবকুমার মুখোপাধ্যায় বলেছেন " বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা" বঙ্গবন্ধু যখন এই দেশকে এক উন্নতির চরম পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা কোন কিছুরই যখন কোন কমতি ছিল না তখন ৭৫ পরবর্তি এক দালাল চক্র, সন্ত্রাসী এদেশের ভালো হতে দিলেন না। বঙ্গবন্ধুসহ স্বপরিবারের সকলকে হত্যা করলেন।কালো অন্ধকারে ছেয়ে গেল সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব। স্তব্ধ হয়ে গেল সারা পৃথিবী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ল বিশ্বসম্প্রদায়। বিশ্ব নেতারা হতাশার বহিঃপ্রকাশ করলেন।
নোবেল বিজয়ী উইলিবান্ট বললেন "মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছেন তারা যেকোন জঘন্য কাজ করতে পারেন ” জেমসলামন্ড, ইংলিশ এমপি বলেন "বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছেন একজন মহান সন্তানকে"। ফিন্যান্সিয়াল টাইমস্ উল্লেখ করেন "মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না"। ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর"। জাপানি মুক্তি ফুকিউরা আজও বাঙালি দেখলে বলেন, ‘তুমি বাংলার লোক? আমি কিন্তু তোমাদের জয় বাংলা দেখেছি। শেখ মুজিব দেখেছি। জানো এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল।’
বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষন শুনে বাঙ্গালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়লেন।মাত্র নয় মাসে এই সোনার দেশকে মুক্ত করে একটা নতুন ঠিকানা এনে দিলেন সেই ভাষন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর নিষিদ্ধ ছিল । রেডিও-টিভিতে এই ভাষণ প্রচার করা হতো না কখনো। অনেকেই মাইকে এই ভাষণ প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, প্রাণ দিয়েছেন। আজ সেই ঐতিহাসিক ভাষণ ১২ টি ভাষায় অনুদিত হয়েছে, ২৫০০ বছরের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি ভাষণ হিসেবে চিহ্নিত হয়েছে। আমাদের জাতীর জনকের কন্যা আজ নতুন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আমরা আবারও ফিরে এসেছি বঙ্গবন্ধুর স্বপ্নের রাজ্যে। তাই আমি আশা করি এই শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তর করে আমরা নতুন করে সাজাবো বাংলাকে। বিশ্ব চিনবে আমাদের নতুন করে।
আসুন আমরা এগিয়ে যায়। বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিফলিত করি।হতাশাকে ঝেড়ে ফেলি। দুর্নীতিকে না বলি। "আমার দেশ আমার জননী" এই স্রোগানকে কাজে লাগিয়ে মায়ের ভালোবাসার সম্মান আমরা ফিরিয়ে দেয়। বঙ্গবন্ধুর আদর্শই হোক উন্নত বাংলাদেশ গড়ার হাতিয়ার।
