রিজেন্টকাণ্ডে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে: দুদক
রিজেন্ট হাসপাতালের প্রতারণাকাণ্ডে তথ্য উপাত্তের ভিত্তিতে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখত।
আজ সোমবার এক অডিও বার্তায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দিলওয়ার বখত বলেন, সোমবার সকাল থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধান দল তদন্ত করছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে।
বেলা ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।
এরপর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল সাতদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনলাইন ডেস্ক