দুঃসময়ে স্বস্তির ঠিকানা মনাই ত্রিপুরাপাড়ায়
ছিল না আধুনিকতার কোনো ছোঁয়া, ছিল না স্যানিটেশনের সুযোগ, সুপেয় পানি পানের সুযোগ। বিদ্যুতের আলো যেন রূপকথা। মোবাইলে চার্জ দিতে হতো টাকা দিয়ে। যাতায়াতেরও ছিল না সুব্যবস্থা। ভাঙা বেড়ার ঘরে গাদাগাদি করে একসঙ্গে থাকতে হতো অনেককে। যে কারণে বৃষ্টির দিনে অন্তহীন ভোগান্তিতে পড়তে হতো বাসিন্দাদের। এতক্ষণের এই অন্ধকারের গল্প অনেক বছর ধরে অবহেলিত থাকা চট্টগ্রামের হাটহাজারীর মনাই ত্রিপুরাপাড়ার। মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন অবহেলিত এই পাড়ার বাসিন্দারা। তবে এই গল্প এখন অতীত। রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন, স্কুল নির্মাণ, টয়লেট, টিউবওয়েল, সোলার নির্মাণের পর বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে 'নতুন ঘর'। আগে যেখানে কোনো স্যানিটেশনের ব্যবস্থায় ছিল না, এখন প্রতিটি ঘরে তৈরি করা হয়েছে একটি টয়লেট ও কিচেন। তৈরি করা হয়েছে ১০ ফুট বাই ১০ ফুট দুটি থাকার রুমও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে 'আমার গ্রাম আমার শহর' প্রকল্পের মাধ্যমে নতুন ঘর তৈরিসহ এখানকার বাসিন্দাদের নাগরিক সব সুবিধা নিশ্চিত করতে শেষ করা হয়েছে নানা কাজ। করোনাভাইরাসের এমন দুঃসময়ে নতুন ঘর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মোহন ত্রিপুরা, খড়িয়া ত্রিপুরা, রাধারাম ত্রিপুরার মতো অনেক বাসিন্দা। তাদের কাছে এ যেন অন্যরকম পাওয়া; অন্যরকম এক নতুন পৃথিবী। চট্টগ্রামের হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নে অনেক বছর ধরে বসবাস করছেন ত্রিপুরা পল্লির বাসিন্দারা। হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ের পাদদেশে অবস্থান এই পল্লির। নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এদের সুবিধা দিতে বেশকিছু উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ত্রিপুরাদের জন্য তৈরি করা হয়েছে স্কুল, লেখাপড়ায় অনগ্রসর থাকা শিশুদের স্কুলমুখী করতে করা হয়েছে প্রণোদনার ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশুদ্ধ পানি সরবরাহে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ, যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছে নতুন সড়কও। সবকিছু মিলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় নতুন এক ত্রিপুরা পল্লি উপহার দেওয়া হয়েছে মনাই ত্রিপুরা পাড়ার ৫৭টি পরিবারকে। বসতভিটা থাকায় স্থানীয় বশিরহাটের আশপাশে ছিল ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, 'নানা কারণে সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন ছিল মনাই ত্রিপুরা পাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকলেও এখন অতীতের সেই অন্ধকারের গল্প আর নেই। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও জেলা প্রশাসনের নানা উদ্যোগে এখানকার বাসিন্দাদের নাগরিক প্রায় সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তাদের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। ত্রিপুরা পাড়ার উন্নয়ন বর্তমান সরকারের বিশাল উন্নয়নযজ্ঞের একটি বড় দৃষ্টান্ত।'
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'অন্ধকারের ত্রিপুরা পাড়ায় এখন আলোর ঝলকানি দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর, এই ভিশন বাস্তবায়নে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে ত্রিপুরা পাড়ায় নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। ত্রিপুরাদের জীবনমান উন্নয়নে তাদের জন্য নতুন ঘর নির্মাণে বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দিই। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ১২ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করেছি। আরও ঘর নির্মাণের কাজ চলমান আছে। বাসিন্দাদের সব মৌলক অধিকার নিশ্চিত করতে প্রশাসন ভবিষ্যতেও বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করবে। তাদের সমাজের মূল অংশের সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।'
প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশাপাশি জেলা প্রশাসন, বিভাগীয় কমিশন, উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদের বরাদ্দ থেকে নানা উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিপুরার বাসিন্দাদের যাতায়াতের আইলটি সড়কে উন্নীত করা হয়েছে। এ ছাড়া ৮টি সেমিপাকা টয়লেট, তিনটি গভীর নলকূপ স্থাপন ও চালু হয়েছে মন্দিরভিত্তিক স্টু্কল শিক্ষা কার্যক্রম। প্রাইমারি স্তরে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়মিত রাখতে ৬০ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে 'জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা বৃত্তি'। প্রতিটি ঘর তৈরিতে ২ লাখ ২০ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে।
বহুল প্রতীক্ষিত নতুন ঘর পেয়ে আনন্দের বন্যা বইছে ত্রিপুরা পল্লিতে। নতুন ঘর পাওয়া শচীরং ত্রিপুরা বলেন, 'করোনার এমন দুঃসময়ে নতুন ঘর সত্যি অনেক বড় পাওয়া। নতুন ঘরে পরিবার নিয়ে বসবাস করতে পারার বিষয়টি দুঃস্বপ্ন ছিল; কিন্তু এখন বাস্তবে পেয়ে আমি ও পরিবারের সবাই আনন্দিত। কখনও স্বপ্নেও ভাবিনি পরিবারের সবার মাথাগোঁজার একটি ঠিকানা হবে।' বাণী কুমার ত্রিপুরা বলেন, 'ভাঙা বেড়ার ঘরে অনেকবছর ধরে পরিবার নিয়ে আছি। বৃষ্টির দিনে পানির সঙ্গে বসবাস করতে হতো। সন্তানদের নিয়ে পাকা বাড়িতে থাকব করোনার এমন দুঃসময়ে এর চেয়ে খুশির আর কি হতে পারে?' ত্রিপুরার বাসিন্দাদের কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। মাতৃত্বকালীন, বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে মনাই ত্রিপুরা পাড়ার নাগরিকদের।
খবর: সমকাল

অনলাইন ডেস্ক