২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪১, আক্রান্ত ২৭৪৭
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৮১ জনে। এদিকে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯১৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হলেন।
আজ বুধবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

অনলাইন ডেস্ক