চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রাতে বায়ার্ন-পিএসজি লড়াই
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলতি বছরের সেরা কে? উত্তর মিলবে রাতেই। শিরোপার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্সের রাজা পিএসজি আর জার্মানির সেরা বায়ার্ন মিউনিখ। ১৯৯৮ সালের পর এই প্রথম দুই দেশের দুই বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব লড়বে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে। ইতিহাসের বিচারে পাঁচবারের সেরা বায়ার্ন এগিয়ে থাকতে পারে তবে নামে ভারে বা শক্তিমত্তায় পিএসজিও কম যায় না। ম্যাচ শুরু রাত একটায়।
শুধু মিউনিখ বা প্যারিস নয়। আজ রাতে থমকে যাবে পুরো পৃথিবী। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণ। এ যেন বাঘে সিংহে লড়াই। পিএসজি না বায়ার্ন? কে এগিয়ে, কে পিছিয়ে, বলা দূরুহ কঠিন কাজ।
যেই ভঙ্গিমায়, যেভাবে একের পর এক প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দুই দল ফাইনালে। বলাই যায় চলতি মৌসুমের বিচারে সেরা দুটি দলই উঠেছে শিরোপার লড়াইয়ে।
পিএসজি। ফ্রান্সে ওদের যতটা আধিপত্য, ইউরোপে মোটেও ততটা নয়। এই প্রথমবার ফাইনালে উঠেছে পারিসিয়ানরা। ইতিহাস গড়ে তাই ওরা যেন মেতেছিলো সব পাওয়ার উল্লাসে।
এমবাপ্পে-নেইমার-ডি মারিয়া। ফ্রন্টলাইনে গতিময় তিন ফুটবলার থাকায় কুইক পাসিংয়ে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে দেয়ায় পিএসজির জুড়ি মেলা ভার। এই তিনের একজন জ্বলে উঠলেই বারোটা বাজতে পারে বায়ার্নের।
পিএসজির ফ্রন্টলাইন নামে ভারে এগিয়ে থাকতে পারে। তবে, দল হিসেবে বায়ার্ন কতটা ভয়ংকর সে কে না জানে। লেওয়ানডফস্কি সবার নজর টানবেন আর ঐ ফাঁকে গোলটা হয়তো করে বসবেন অন্য কেউ।
ফ্লিকের সবচেয়ে বড় শক্তি স্কোয়াড ডেপথ। খেলার শেষ দিকে বা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ৫ বদলি খেলোয়াড়ের নতুন নিয়মে বেঞ্চের শক্তিতে এগিয়ে থাকবে বায়ার্ন।
নেইমার-এমবাপ্পে। পিএসজির স্পটলাইটে ঘুরে ফিরে ঐ দুই-ই। তবে, টুখেলের হাতেও গোলা বারুদের কমতি নাই। সমস্যা একটাই, গোলকিপার কেইলর নাভাসের ইনজুরি।
পিএসজি কি পারবে প্রথমবারের মত ইউরোপের রাজা হতে নাকি ষষ্ঠবারের মত ট্রফি যাবে বায়ার্নের কেবিনেটে...উত্তর পেতে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র।

অনলাইন ডেস্ক