নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প
ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে, দেড় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের আওতায়, তৈরি করা হবে ৬টি সাবস্টেশন। স্থাপিত হবে ক্যাপাসিটি ব্যাংক ও স্মার্ট গ্রিড।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে ২ হাজার ৫৭০ কোটি টাকার ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসময় ৭৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের ১১ উপেজলায় শেখ কামাল ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তাদের সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এছাড়াও বৈঠকে বন্ধ সিনেমা হলগুলো আবারও চালুর বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সভা শেষে পরিকল্পমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, করোনার কারণে যেন কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনলাইন ডেস্ক