প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০০

১০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
 ১০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

১০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর তাদের ফেরত পাঠানো হলো। আমেরিকার ওমনি এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বেলা ১২টায় দেশে এসে পৌঁছেন তারা। পরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল নাগাদ বিমানবন্দর ত্যাগ করেন। ফেরত পাঠানো এসব বাংলাদেশীদের বেশিরভাগই বয়সে তরুণ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন, যাত্রীরা প্রত্যেকেই কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

বিভিন্ন সময় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা। এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর তাদের ফেরত পাঠানো হয়।

উপরে