প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৮

আশরাফুন্নেছার দুর্নীতি তদন্তে ২ উপ-পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
আশরাফুন্নেছার দুর্নীতি তদন্তে ২ উপ-পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেছার দুর্নীতি অনুসন্ধানে অধিদপ্তরের দুই উপ-পরিচালক জাকিয়া আখতার ও আবু তাহের মোহাম্মদ সানাউল্লাহ নূরীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দুই উপ-পরিচালককে জিজ্ঞাসাবাদ করছেন।

আইইএম শাখার পরিচালক আশরাফুন্নেসার বিরুদ্ধে ওয়ার্কশপ, সেমিনার ও প্রশিক্ষণের নামে ভুয়া বিল দেখিয়ে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।  

এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে কাজ না করেই কোটেশনের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে আগামী ১৫ই সেপ্টেম্বর আশরাফুন্নেসাকে দুদকে তলব করা হয়েছে।

এর আগে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সুকর্ন ইন্টারন্যাশনালের মালিক ফাইজুল হককে গত ২৬শে আগস্ট জিজ্ঞাসাবাদ করে দুদক। এছাড়া সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে চার ধরনের নথিপত্র তলব করা হয়েছিল। এরই মধ্যে বেশকিছু নথি দুদকে পৌঁছেছে।

উপরে