প্রবাসীদের নিয়ে জেদ্দাগামী বিমানের প্রথম ফ্লাইট বিকেলে
করোনায় আটকে পড়া প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট আজ শনিবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছে।
বিকেল ৫টায় বিমানের বিশেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সৌদি আরবগামী যাত্রীদের নিয়ে বিমানের নিয়মিত ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান দেশটিতে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করবে।

অনলাইন ডেস্ক