লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার
লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়ে বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশ, সিরিয়া, সোমালিয়া ও ঘানার বাসিন্দা।
আইওএম বলছে, পানিতে ভাসতে থাকা তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সিরিয়ার একজন ও একজন পুরুষ রয়েছে। এছাড়া ১৩ জন নিখোঁজ রয়েছে; যারা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।নৌকাডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে লিবিয়ার কোস্ট গার্ড।আইওএমের মুখপাত্র সাফা মিসাহলি বলেন, নৌকাডুবিতে আহতদের উদ্ধার করে ত্র্রিপলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অনলাইন ডেস্ক