শাহ আমানতে ৮২টি স্বর্ণের বারসহ আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২ স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বিমানবন্দরের বোডিং ব্রিজের কাছে এনামুল কবির নামের এক ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।
বিমান বন্দরের ম্যানেজার জানায়, সকাল সাড়ে সাতটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে এনামুল চট্টগ্রাম বিমানবন্দরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার কাছে থাকা লাগেজ তল্লাশি করা হয়। এই সময় তার লাগেজের ভেতর থেকে টেপ মোড়ানো অবস্থায় ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ মোট স্বর্ণগুলোর ওজন সাড়ে নয় কেজির মতো বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান ।

অনলাইন ডেস্ক