প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:৪৫

বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশ অস্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশ অস্বীকার মিয়ানমারের

বাংলাদেশের সীমান্তের কাছে রাখাইন স্টেটে কোনো ধরনের সেনা সমাবেশের কথা অস্বীকার করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ-বিজিপি।

বিজিপির প্রতিনিধি বলেছেন, তবে মিয়ানমার সীমান্তে বিজিপির নতুন চৌকি নির্মাণসহ নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে, যা সেনা সমাবেশ নয়।

গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের ঘুনধুম সীমান্ত ব্রিজের কাছে বিজিবি-বিজিপির এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশের কথা বলা হলে বিজিপির প্রতিনিধি তা অস্বীকার করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী বিজিবি কক্সবাজার রিজিওনের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক সেনা সমাবেশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়েছে।’

উপরে