প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১৩:০৭

শাহজালালে রফতানি পণ্যের কার্টনে ৩৮ হাজার ইয়াবা

অনলাইন ডেস্ক
শাহজালালে রফতানি পণ্যের কার্টনে ৩৮ হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল।  

শুক্রবার সকালে একটি গার্মেন্টসের রফতানি পণ্যের চালান থেকে এ ইয়াবা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিমানবন্দরে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল ও সিভিল অ্যাভিয়েশনের যৌথ টিম। অভিযান চালিয়ে সৌদিগামী একটি রেডিমেড গার্মেন্টসের রফতানি পণ্য চালানের তিনটি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।  

বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রফতানিকারক এম এস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ। ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাঁও পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট। যেখানে ঠিকানা দেওয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।  

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বাংলানিউজকে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।  

উপরে