প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫০

বগুড়ায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার ঠেঙ্গামারায় আজ টিএমএসএস ফাউন্ডেশন অফিসে কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।টিএমএসএস দেশের বেকার তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় টিএমএসএস এই প্রকল্প বাস্তবায়ন করছে। এসইআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে দেশের জাতীয় এবং স্থানীয় পর্যায়ের স্বনামধন্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কর্মসংস্থান বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের। আরও বক্তব্য রাখেন মিনিষ্টার হাইটেক পার্কের এক্সকিউটিভ আব্দুল কাদের, আরএফএল এর এ্যাডমিন মাহফুজার রহমান, বিএসএনএল এর ইঞ্জিনিয়ার তন্ময় বাপ্পী, সৌহাদ্য’র নির্বাহী পরিচালক সুলতানা প্রমুখ। সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান। মাল্টিমিডিয়ায় প্রেজেন্টেশন করেন টিএমএসএস পরিচালক ফয়জুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম। সমাপনী বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক ও টিএমএসএস উপদেষ্টা ইজার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস কর্মকর্তা সুরাইয়া রুহী।

উপরে