প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৫৬

আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শীর্ষক প্রতিবেদনটিকে 'দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ' বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নৌ-পুলিশের 'বঙ্গবন্ধু কর্নারের' উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি, যারা এটা করেছে। তাদের একটি উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়- মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নর্মসের ভেতরে পড়ে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আইএসপিআর ওই প্রতিবেদনের জবাব দিয়েছেন।'

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে উল্লেখ করে এর আগে সোমবার রাতে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

উপরে