প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:০১

সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি

কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার অপর আসামিরা হলেন- আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা স্যোউগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

এজাহারে বলা হয়, সরকার ও সেনাবাহিনীক হেয় প্রতিপন্ন করতেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছেন সামি, সাংবাদিক ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল ও চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা স্যোউগ।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, 'প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।'

তিনি আরো বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪-এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন করা হয়েছে।

উপরে