প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৯

আজিমপুর কবরস্থানে সমাহিত লেখক মুশতাক

অনলাইন ডেস্ক
আজিমপুর কবরস্থানে সমাহিত লেখক মুশতাক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ সময় তার পরিবারের সদস্য ও বন্ধু–স্বজনেরা উপস্থিত ছিলেন। এর আগে লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে তার জানাজা হয়। মুশতাক আহমেদের জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। পারিবারিক উদ্যোগে ওই জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানে নেয়া হয়।

মুশতাক আহমেদের চাচাতো ভাই মো. মফিজুল ইসলাম জানান, মুশতাক আহমেদের আত্মীয়স্বজনের মধ্যে যারা মারা গেছেন তাদের আজিমপুর কবরস্থানে কবর দেয়া হয়েছিলো। তাই পরিবারের সিদ্ধান্তে তাকে সেখানে সমাহিত করা হয়েছে।

মুশতাক আহমেদের স্ত্রী লিপা আক্তার বেশ কয়েক মাস ধরে অসুস্থ। মুশতাকের মৃত্যুর সময় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় লেখক মুশতাক আহমেদ গ্রেপ্তারের পর ১০ মাস ধরে কাশিমপুর কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি কারাগারে মারা যান।

উপরে