প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:২৭

লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম দুই সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির বিষয়ে এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুরের কাশিমপুর লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

উল্লেখ্য, রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন লেখক মুশতাক আহমদ। বৃহস্পতিবার রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

উপরে