প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৬:০০

সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা

করোনাভাইরাস দ্বিতীয়বারের মত হানা দিয়েছে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশ মেনে বন বিভাগ সুন্দরবনে পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ৫৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন মোট ৯ হাজার ১০৫ জন। করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন। এভাবে চলতে থাকলে করোনা হয়ে যাবে লাগামহীন। তাই করোনাভাইরাস মোকাবিলায় এক এক করে পর্যটন এলাকাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার থেকে আগামী ১৫ দিন সুন্দরবনের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত সুন্দবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের আপাতত সুন্দরবন ভ্রমণে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

উপরে