প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২১ ১৬:১৮

১১ এপ্রিল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক
১১ এপ্রিল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ

করোনার সংক্রমণের বিস্তার রোধে সরকারের দেওয়া চলমান নিষেধাজ্ঞার মধ্যে দেশের মেট্রোপলিটন ও জেলাগুলোতে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলা এলাকার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম আপাতত ১১ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের এতে অনুমোদন রয়েছে। 

উপরে