প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৬:২৮

করোনায় রামগতির সাবেক মেয়রের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় রামগতির সাবেক মেয়রের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী মারা গেছেন। সোমবার (১২ এপ্রিল) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেল সাড়ে ৫টার দিকে রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। 

আজাদ উদ্দিন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, আজাদ উদ্দিন চৌধুরী বাড়িতেই জ্বরে ভুগছিলেন। গত ৪ দিন আগে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। 

রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিব বলেন, আজাদ উদ্দিন চৌধুরী একজন জনবান্ধব নেতা ছিলেন। তার মৃত্যুতে যুবলীগের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমেবদনা রইল।

উপরে