প্রকাশিত : ২ জুন, ২০২১ ১৬:১৮

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, কোনও নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য কিংবা সংশোধনের আবেদন করলে তাকে একমাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। দেওয়া সম্ভব না হলে, কেন দেওয়া যাবে না, সেই বিষয়টিও লিখিতভাবে সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে। আমরা একটি জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করতে চাই।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা। জাতীয় পরিচয়পত্র করার মতো সক্ষমতাও তাদের নেই। পৃথিবীর কোনও দেশে এমন নিয়মও নেই।

উপরে