প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৫:২১

মালয়েশিয়ায় ৬২ জন অবৈধ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় ৬২ জন অবৈধ বাংলাদেশি আটক

মালয়েশিয়া অবৈধভাবে থাকা শ্রমিকদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ।

রোববার শুরু হওয়া এই অভিযানে আটক ১৫৬ বিদেশি নাগরিকের মধ্যে অন্তত ৬২ জন বাংলাদেশি রয়েছেন। এসব বাংলাদেশির কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, রোববার চালানো অভিযানে মোট ২০২ জনকে আটক করা হয়। চার থেকে ৫০ বছর বয়সী এসব অভিবাসীর কাগজপত্র খতিয়ে দেখার পর ১৫৬ জনকে আটক রাখা হয়েছে। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং ভারতের নাগরিক রয়েছেন।

জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় ১৫৬ জনকে সোমবার পুত্রজায়ার অভিবাসী আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছে।

দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, করোনার সংক্রমণ রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান। কিন্তু দেখা গেছে, তাদের অধিকাংশের কাছেই করোনা পরীক্ষার কাগজপত্র নেই।

উপরে