প্রকাশিত : ১০ জুন, ২০২১ ১৪:৩৯

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল খোলার নির্দেশ

অনলাইন ডেস্ক
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল খোলার নির্দেশ

ঢাকা বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের নাম অনুযায়ী ই-মেইল আইডি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ই-মেইল আইডি সংরক্ষণের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিকের ঢাকা বিভাগের উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব বিদ্যালয়ে গত ২ জুন পাঠানো চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি সংরক্ষণ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের।

আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবা সহজীকরণ ও সরকারি সব আদেশ-নিষেধের তথ্য সরাসরি বিদ্যালয়ে পাঠাতে ঢাকা বিভাগের বিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠানের নামে ই-মেইল আইডি খুলতে বলা হলো। এর ফলে উপজেলা কিংবা থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘুরতে হবে না। অনেক কষ্ট লাঘব হবে।

উপরে