প্রকাশিত : ৪ জুলাই, ২০২১ ১৭:৩১

বগুড়ায় ৩৩৩ নম্বরে ফোন, খাদ্য সহায়তা পেলেন ২৫ পরিবার

অনলাইন ডেস্ক
বগুড়ায় ৩৩৩ নম্বরে ফোন, খাদ্য সহায়তা পেলেন ২৫ পরিবার

বগুড়ায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন।

রোববার  ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চাওয়ায় বগুড়া সদর উপজেলার ২৫ টি  দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস। বিতরণের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন,বগুড়া এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।

উপহার ভোগীদের মধ্যে গৃহকর্মী, অটোরিকশা চালক, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, গৃহ শিক্ষক, শ্রমিক, গৃহিণী ইত্যাদি পেশার মানুষ ছিলেন।

উপরে