প্রকাশিত : ৯ জুলাই, ২০২১ ১৬:৩৯

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫২, মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫২, মরদেহ ঢামেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজও চালাচ্ছে ফায়ার সার্ভিস। অন্যদিকে, নিহতদের মরদেহ এরইমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (​ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া শুরু হয়েছে। 

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢামেকে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট কাজ করে। তা সত্ত্বেও সারারাতেও সে আগুন নেভানো যায়নি। শুক্রবার সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস।

উপরে