১৫ আগস্টের মধ্যে দেশে আসবে আরও ৫৪ লাখ ভ্যাকসিন
আগামী ১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, কোভ্যাক্সের মাধ্যমে আগামী ১৫ আগস্টের মধ্যে ৩৪ লাখ ভ্যাকসিন আসবে। আর চীন থেকে ক্রয়কৃত ১০ লাখ এবং তারা উপহার হিসেবে দেবে ১০ লাখ অর্থাৎ মোট ৫৪ লাখ ভ্যাকসিন ১৫ আগস্টের মধ্যে আমাদের হাতে চলে আসবে।
সোমবার (০৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনলাইন ডেস্ক