মামলার তদন্তে তথ্যের গরমিল, দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব
হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে গরমিল করে মিথ্যা তথ্য দেয়ায় পুলিশের দুই কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। তাদের আগামী ২৩ আগস্ট আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
দুই পুলিশ কর্মকর্তা হলেন-মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ ও মামলার বাদী এসআই মিরাজ হোসেন (বদলি হয়ে বর্তমানে শরীয়তপুরের সখিপুর থানায় কর্মরত)।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মতিউর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুলাই শাহিন নামের একজনের কাছ থেকে ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাভারের আশুলিয়া থানায় মামলা হয়। ওই মামলায় আসামি শাহিন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানির সময় আদালত মামলার নথি পর্যালোচনা করে দেখেন, আসামির কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে ৭১.২৫ গ্রাম। কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালত মিথ্যা তথ্য দেয়ায় মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, মামলার কেমিক্যাল রিপোর্টে দেখা যায়, ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অথচ চার্জশিট, এফআইআর এবং জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে মাত্র ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালতের খটকা লাগে। তখন আদালত এ আদেশ দেন। ওইদিন (২৩ আগস্ট) আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মামলার আসামি শাহিনের বাড়ি নরসিংদী জেলায়।

অনলাইন ডেস্ক