২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু
আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তার আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইসামি পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া ৩১টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে, সংকট কেটে গেলে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। তারা করোনাকালে আমাদের অক্সিজেন দিয়ে সহযোগিতা করেছে। স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য।

অনলাইন ডেস্ক