জিজ্ঞাসাবাদের জন্য পেট্রোবাংলা-তিতাসের ২০ জনকে তলব
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে পেট্রোবাংলা ও তিতাসের ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পাঠানো চিঠিতে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, সরকারি দুটি সংস্থার দুর্নীতি অনুসন্ধানে ৩০ জনের বক্তব্য জানতে চেয়েছেন তারা। এরই মধ্যে ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। এখন তাদের বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। আরও ২০ জনকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নােটিশ জারি করা হয়েছে।
দুদকের চিঠি থেকে জানা যায়, ৫ সেপ্টেম্বর তলব করা হয়েছে- তিতাসের সিনিয়র সুপারভাইজার হারুন-অর-রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএ’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিবিএ নেতা জাকির হোসেন ও সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেনকে।
৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে- তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবুবকর সিদ্দিকুর রহমানকে।
৭ সেপ্টেম্বর তলব করা হয়েছে- পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরী, তিতাসের জোন-৯ এর কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান ও জাকির হোসেনকে।
আর ৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে- তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক পরিচালক খান মইনুল মোস্তাক, প্রতিষ্ঠানটির কর্মচারী মহরম আলী, মো. আবু সাঈদ, মো. মফিজ ও মো. মানিক মিয়াসহ সাতজনকে।
আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মাে. আব্দুল ওহাব ও মাে. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

অনলাইন ডেস্ক