রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন, বাস্তবায়ন করবেন কর্মকর্তারা: ওবায়দুল কাদের
সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, স্লোগান দেয়, প্রশংসা করে। আমি তাদের কাছে জানতে চাই, এটা কি তাদের মনের কথা?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরত, কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি, তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই। তোয়াজ করার ফল এবং পরিণতি শুভ নয়। তিনি বলেন, আজ ভয় হয়, যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়, কারণ অনেকে ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এত বড় দুঃসাহস কখনো হতো না। বিএনপি ইতিহাস নিয়ে কানামাছি খেলা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। করোনা গোটা পৃথিবীকে বদলে দিলেও বিএনপি নামক দলটির স্বভাব-চরিত্র বদলায়নি। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলাতে পারেনি, তাদের ষড়যন্ত্রের রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতারও বদল হয়নি।
আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজি নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অনলাইন ডেস্ক