কোনো অশুভ শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হচ্ছে। জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দূরন্ত গতিতে এগিয়ে চলছে। কোনো অশুভ শক্তি যেন ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে প্রতিটি ধর্মের মানুষকে সজাগ থাকতে হবে।’
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর রাধা গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে দুস্থদের মাঝে এবং বিভিন্ন মন্দিরের উন্নয়নের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ২০০৯-২০২১ সময়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী মূলধন ২১ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই প্রথম সমগ্র দেশে মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ২২৮ কোটি টাকা ব্যয়ে সারাদেশে এক হাজার ৮১২টি মঠ/মন্দির/শ্মশান সংস্কার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২৩ কোটি টাকা ব্যয়ে তিনটি কর্মসূচির অধীনে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির, ঢাকা সহ চট্টগ্রাম, গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মোট ১৯৯টি মঠ/মন্দির/শ্মশান সংস্কারের জন্য কার্যক্রম চলমান রয়েছে।’
ফরিদুল হক খান বলেন, ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে ২০০৯ হতে ২০২০ সাল পর্যন্ত ১৪ হাজার ৩২৪টি মঠ/মন্দির/আশ্রম ও শ্মশান সংস্কার/উন্নয়নের জন্য ১৪ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৩৫০ টাকার অনুদান প্রদান করা হয়েছে। ছয় হাজার ২৬২ জন দুস্থ হিন্দু ব্যক্তির মধ্যে তিন কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা আর্থিক সহায়তাসহ মোট ১৮ কোটি ২৮ লাখ ৪১ হাজার ৩৫০ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে ২০০৯ হতে ২০২০ সাল পর্যন্ত সারা দেশের পূজামণ্ডপে ১৯ কোটি টাকা অনুদান বিতরণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও ঈদগাহ/কবরস্থান/শ্মশান সংস্কার/মেরামত বাবদ বিগত ১২ বছরে প্রায় ১৬৬ কোটি ৪০ লাখ টাকা বিতরণ করা হয়।’
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান মো. আব্দুল কাদের সেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুকনোজ্জামান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, ইসলাম পুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসলামপুর শাখার সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র সেন, ইসলামপুর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি শ্রী রতন দত্ত, ইসলামপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, ইসলামপুর রাধা গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী কার্তিক দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে বরাদ্দকৃত ইসলামপুর উপজেলার সনাতন ধর্মের অনুসারী দুস্থদের মাঝে এবং ইসলামপুর উপজেলার বিভিন্ন মন্দিরের উন্নয়নের জন্য চেক বিতরণ করেন।

অনলাইন ডেস্ক