প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫৫

বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে তরুণের মৃত্যু, ভাইয়ের দাবি হত্যা

অনলাইন ডেস্ক
বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে তরুণের মৃত্যু, ভাইয়ের দাবি হত্যা

রাজধানীর সবুজবাগের মেরাদিয়া এলাকার একটি লেকে বন্ধুরা মিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম ফারদিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে বলে দাবি এক বন্ধুর। তবে মৃতের ভাইয়ের অভিযোগ, ফারদিনকে ফুসলিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বন্ধু উজ্জ্বলের দাবি, তারা ছয় বন্ধু মিলে মেরাদিয়া মৎস্য খামারের পাশের একটি লেকে শুক্রবার বিকেলে নৌকায় ঘুরতে যান। এক সময় নৌকাটি ডুবে গেলে তারা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ফারদিন পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের ভাই রাব্বি অভিযোগ করে বলেন, আমার ভাইকে ওরা ফুসলিয়ে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে।

রাব্বি জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তারা গোলাপবাগ ভূতের বাড়ি এলাকা ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

উপরে