প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫৭

গাড়িচাপা দিয়ে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
গাড়িচাপা দিয়ে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় গাড়িচাপা দিয়ে পুলিশ কর্মকর্তা কাজী মো. সালাহউদ্দিন হত্যা মামলার আসামি মো. জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানার সৈন্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ জুন ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাহউদ্দিন। ওই সময় তিনি সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে উল্টো দায়িত্বরত পুলিশদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন সালাউদ্দিন।

এদিকে ঘটনাস্থলের কিছুদূর পর মাইক্রোবাসটি রেখে গাড়িতে থাকা চালকসহ সবাই পালিয়ে যান। পরে ওই গাড়ি থেকে চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার তদন্তে মো. জুয়েলের নাম উঠে আসে। শুক্রবার ভোরে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, জুয়েলকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

 

উপরে