প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫২

একদিনে টিকা নিলেন ৩০ লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্ক
একদিনে টিকা নিলেন ৩০ লাখের বেশি মানুষ

দেশে একদিনে (৭ সেপ্টেম্বর) রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন।

প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী এক লাখ ৭ হাজার ৯৪৩ জন।

দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।

৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন‌।

তাদের মধ্যে প্রথম ডোজের টাকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে দেশে টিকা গ্রহণের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

 

উপরে