প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৩

তিন মাসে করোনায় সবচেয়ে কম মৃত্যু

অনলাইন ডেস্ক
তিন মাসে করোনায় সবচেয়ে কম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা গেল তিন মাসের মধ্যে সবচেয়ে কম। মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২০ এবং নারী ১৮ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১০, রাজশাহীতে দুইজন, খুলনায় পাঁচজন, সিলেটে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহে বিভাগে দুজন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে।

এর আগে গত ৯ জন ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত ৫ ও ১০ আগস্ট একদিনে রেকর্ড ২৬৪ জন মারা যান। যা এখন পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

এদিকে, একই সময়ে নতুন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশের ল্যাবে ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯২ লাখ দুই হাজার ৭৯০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আট দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

উপরে