চার জেলার ইউপিতে সহিংসতার শঙ্কা
প্রথম ধাপের ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে কয়েকটি এলাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে। এ কারণে চার জেলার কয়েকটি ইউপিতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কক্সবাজার, খুলনা, বাগেরহাট ও নোয়াখালী জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়। এই চার জেলায় ১২৮টি ইউপি রয়েছে। এগুলোসহ মোট ১৬১টি ইউপিতে কাল ভোট। এছাড়া একইদিনে ৯টি পৌরসভায়ও ভোট হবে। এর বাইরে সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান এবং মাদারীপুরের কালকিনি ও পাবনার ভাঙ্গুরা পৌরসভার একটি করে ওয়ার্ডে ভোট হবে আগামীকাল।
কক্সবাজার জেলায় ইউপি নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে গোলযোগ হতে পারে-এমন শঙ্কায় ডিসি ও এসপিকে ব্যবস্থা নিতে বলেছে ইসি। বাগেরহাটের কয়েকটি ইউপিতে নির্বাচনী অফিস ভাঙচুর ও প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সাতক্ষীরা জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটিতে বিএনপি ও জামায়াত সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই জেলায় কয়েকটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও আছেন। যদিও এসব নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় আকারের রক্তক্ষয়ী সহিংস ঘটনা ঘটেনি। ইসির বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা বলেন, বাগেরহাট জেলা ও সন্দ্বীপ উপজেলার বেশ কয়েকটি ইউপিতে চেয়ারম্যান পদে সরকারি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সেগুলোতে সাধারণ সদস্য (মেম্বার) ও নারী সদস্য (মেম্বার) পদে ভোট হবে। পছন্দের প্রার্থীকে জয়ী করতে কয়েকজন চেয়ারম্যান প্রভাব বিস্তার করছেন।
এদিকে ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে কয়েকটি ইউপিতে নির্বাচনী অফিস ভাঙচুর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের তেলিগাতী, বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অফিস ভাঙচুর করা হয়। একই জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউপিতে একজন স্বতন্ত্র প্রার্থী তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। একইভাবে আরও কয়েকটি ইউপিতে একই ধরনের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার। এদিন থেকে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
নির্বাচনে সহিংসতার তেমন কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে নির্বাচনের পরিবেশ শান্ত আছে। মাঠে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্ভব হবে। কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, সহিংসতার শঙ্কায় নয়, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য দেওয়া হয়েছে।
জানা গেছে, তফসিল ঘোষণার ছয় মাসের বেশি সময় পর ১৬১টি ইউপি ও নয় পৌরসভায় কাল ভোট হবে। গত ১১ এপ্রিল ভোটের তারিখ নির্ধারণ করে গত ৪ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করে ইসি। করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই দফায় স্থগিত হয়ে কাল সোমবার ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও এর আগে প্রথম ধাপের ২০৪টি ইউপিতে ভোট হয় গত ২১ জুন। ৫টিতে প্রার্থী মারা যাওয়ায় এবং সেন্টমার্টিন ইউপিতে যাতায়াত সমস্যা থাকায় সেগুলোতে এই মুহূর্তে ভোট হচ্ছে না। একইভাবে ৬ষ্ঠ ধাপের ১১টি পৌরসভার মধ্যে গত ২১ জুন দুটিতে ভোট হয়েছে। কাল বাকি ৯টিতে ভোট হবে। সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
আরও জানা গেছে, আগামীকাল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার-এই ছয় জেলার ২৩ উপজেলার ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টিতে ইভিএম ও বাকি ১৫০টিতে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ইউপিতে পুলিশের একটি মোবাইল ও প্রতি তিনটিতে একটি করে স্ট্রাইর্কিং টিম শনিবার মাঠে নেমেছেন। একইভাবে প্রতিটি উপজেলায় র্যাবের দুটি মোবাইল ও একটি স্ট্রাইকিং এবং বিজিবির দুই প্লাটুন স্ট্রাইকিং ও এক প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে কাজ শুরু করেছেন।
ইসির মাঠ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, কক্সবাজার, খুলনা, বাগেরহাট ও নোয়াখালী জেলা প্রশাসকের চিঠির প্রেক্ষিতে ওইসব জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও টেকনাফ উপজেলার ১৪টি ইউপিতে ভোট হবে। নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করার আশঙ্কা করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর কাছাকাছি বেশকিছু ভোটকেন্দ্র রয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটকেন্দ্রে গোলাযোগ সৃষ্টি করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে কক্সবাজারের ডিসি ও এসপিকে নির্দেশনা দিয়েছে ইসি।
বাগেরহাটে সবচেয়ে বেশি ৬৭টি ইউপিতে ভোট হতে যাচ্ছে। এ জেলার কয়েকটি উপজেলায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। বেশকিছু ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের পাশাপাশি একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। এ জেলার কয়েকটি উপজেলায় সহিংসতার আশঙ্কা রয়েছে। একই চিত্র খুলনা জেলারও। এ জেলার ৫টি উপজেলায় ৩৪ ইউপিতে ভোট হচ্ছে। সাতক্ষীরার দুটি উপজেলায় ২১টি ইউপিতে ভোট হচ্ছে। কয়েকটি ইউপিতে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউপি নির্বাচনে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
মোরেলগঞ্জে ৩ ইউনিয়নে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ : আমাদের মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি জানান, আওয়ামী লীগের দলীয় এক প্রার্থী ও দুই বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে তেলিগাতী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এদিন বিকালে বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
তেলিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোরশেদা আকতার জানান, শুক্রবার দুপুর ২টার দিকে হেড়মা বাজার এলাকায় থাকা নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা করে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা। বহরবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদার ও হোগলাবুনিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামীম আহসান পলাশের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রার্থীরা দাবি করেছেন।
প্রচারে বাধা ও হুমকির অভিযোগ স্বতস্ত্র প্রার্থীর : শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, ধানসাগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) মো. মহিম আকন তার পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা, ভোটারদের হুমকি দেওয়াসহ নানা অভিযোগ করেছেন নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শনিবার দুপুরে শরণখোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মহিম আকন বলেন, নৌকার কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, ভোটকেন্দ্রে গেলে প্রকাশ্যে টেবিলে নৌকায় সিল দিতে হবে। এছাড়া কেউ আমার চশমা প্রতীকের এজেন্ট হলে তাকে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে।
অভিযোগের ব্যাপারে নৌকার প্রার্থী মো. মইনুল ইসলাম টিপু বলেন, আমার কোনো কর্মী তার কর্মীদের হুমকি তো দূরের কথা, উল্টো তার এবং তার কর্মীদের নির্যাতন ও হুমকিতে আমরা আতঙ্কে আছি। বিদ্রোহী প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, উভয় প্রার্থীই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। যে যাই বলুক, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে পার পাবে না।

অনলাইন ডেস্ক