স্কুল বন্ধে বাল্যবিয়ের শিকার মেয়েরা
করোনা মহামারিতে দেড় বছর ধরে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সারা দেশে ঝরে পড়েছে বহু শিক্ষার্থী। এ সময় মেয়েরা বাল্যবিয়ের শিকার হয়েছে। আর সংসারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে নানা পেশায় যুক্ত হয়েছে ছেলেরা। শুধু রাজশাহীতেই ৫ শতাধিক স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় দেড় শতাধিক ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাটে শতাধিক শিক্ষার্থীর বাল্যবিয়ের তথ্য পাওয়া গেছে। কুড়িগ্রামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর আট সহপাঠী বান্ধবীর সবার বিয়ে হয়ে গেছে। শ্রীমঙ্গলে পাঁচটি বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থী ঝরে পড়েছে। সিলেটে ঝরে পড়েছে ৩৪-৪০ ভাগ শিক্ষার্থী।
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫২২ জন। এর মধ্যে করোনাকালীন ছুটিতে ৩৮ জন ছাত্রীর বিয়ে হয়েছে। একই উপজেলার পলাশী ফতেপুর হাইস্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন। এর মধ্যে বিয়ে হয়েছে ১২ জন ছাত্রীর। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, করোনাকালে কত শতাংশ ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধারণা করছি অর্ধশতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কত শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে তার কোনো পরিসংখ্যান মাধ্যমিক শিক্ষা অফিসে নেই। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে নার্গিস নাহার ও তার আট সহপাঠিনী ছিল। কিন্তু নবম শ্রেণিতে আছে শুধু নার্গিস। করোনাভাইরাস মহামারির মধ্যে নার্গিসের বাকি আট বান্ধবীর বিয়ে হয়ে গেছে।
ময়মনসিংহ শহরের গোলকিবাড়ী সরকারি প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার বেলা ১১টায় দেখা গেছে, ৩০-৪০ জন শিক্ষার্থী। যেখানে স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা ১৯২ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। বর্তমানে উপস্থিতি প্রায় ৭৩-৭৬ ভাগ। এ জেলার ধোবাউড়ায় ২১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিলেট বিভাগীয় ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ধারণা করছি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রভাবে ৩৪-৪০ ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে। সম্প্রতি একটি সংস্থার জরিপেও এ রকম তথ্য পাওয়া গেছে। তারা অনলাইনে ও মোবাইল ফোনে জরিপটি করেছে। পটুয়াখালী শহরের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধের ১৭ মাসে ২৫ শিক্ষার্থীর বাল্যবিয়ে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক খান এমন তথ্য দিয়েছেন। শ্রীমঙ্গলে ২৮টি উচ্চ বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫টি বিদ্যালয় পরিদর্শন করে ১৮৭ জন শিক্ষার্থীর ঝরে পড়ার তথ্য পাওয়া গেছে। শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস জানান, তার স্কুলে করোনা-পরবর্তী সময়ে গড় উপস্থিতি ৬১ ভাগ। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারিরহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল খায়ের বলেন, দেড় বছরে তার মাদ্রাসার ৫ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে।

অনলাইন ডেস্ক