শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে: শ্রম সচিব
বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী, তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান ই-এলাহী।
রোববার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি-তে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান সচিব আরও বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।
দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কলকারখানা অধিদফতরের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক