যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ২৫ লাখ টিকা আসছে সোমবার

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের তৈরি এই টিকা সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল আরও ২৫ লাখ ডোজ টিকা এলে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পাবে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ও কেনা ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে প্রথম ডোজ ও ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।